হেফাজতে ইসলামকে ‘উগ্র জঙ্গি গোষ্ঠী’আখ্যায়িত করে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছে আরেক ধর্মীয় সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত।
রবিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসভবনে স্মারকলিপি দিয়ে আসেন সংগঠনটির নেতারা।
রবিবার রাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আ ন ম মাসউদ হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।
এর আগে গত ২৪ এপ্রিল হেফাজতকে নিষিদ্ধের দাবিতে বিবৃতি দিয়েছিল সংগঠনটি।
পরবর্তীতে ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আবারও একই দাবি জানান আহলে সুন্নাতের নেতারা। হেফাজতে ইসলামকে জামায়াতের এপিঠ-ওপিঠ হিসেবে মনে করছে সংগঠনটি।
হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদ ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি জানিয়েছে, কওমি মাদ্রাসাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনার।
নাম প্রকাশে অনিচ্ছুক আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের নেতা এক নেতা একাত্তরকে জানান, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। মন্ত্রী আমাদের কথা শুনেছেন। দাবির বিষয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। সূত্র-একাত্তর টিভি।