News Bangla

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা রোগিদের ফেরত আনা হচ্ছে

ভারত থেকে আসা ১০ করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পরে তাদেরকে শনাক্ত করে সোমবার (২৬ এপ্রিল) রাতের মধ্যেই হাসপাতালে আনা হচ্ছে। পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হেফাজতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতাল সংশ্লিষ্টরা।

জানা যায়, ভারত থেকে আসা করোনা পজেটিভ রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার নির্দেশ ছিল সরকারের। সে অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা করোনা রোগী শনাক্ত করে যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠান। এরমধ্যেই গত শনি ও রবিবারের মধ্যে ১০ জন করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে যান। যাদের মধ্যে ৭ জনই ভারত থেকে করোনায় আক্রান্ত হয়ে আসা।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, করোনা রোগীরা জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর ওয়ার্ডবয় তাদের সাথে নিয়ে করোনা ওয়ার্ডে যাচ্ছিলেন। ওয়ার্ডে পৌঁছানোর আগেই তারা পেছন থেকে পালিয়ে যান। পরে তাদের ফেরৎ আনতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশের পক্ষ থেকে পলাতক রোগীদের তথ্য সংগ্রহ করে তাদের শনাক্ত করার কাজ শুরু হয়। সোমবার দুপুরের মধ্যেই সবাইকে শনাক্ত করা হয়। এরপর রোগীদের নিজ নিজ জেলার স্বাস্থ্য বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরাও রাতের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। সূত্র-বার্তাবাজার।