News Bangla

স্পুটনিক-ভি এর অনুমোদন, মে মাসে আসবে ৪০ লাখ টিকা

দেশে রাশিয়ার করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা স্পুটনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কমিটি। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকল না। আশা করা হচ্ছে, মে মাসের মধ্যেই এই টিকা হাতে পাবে বাংলাদেশ।

স্পুটনিক-ভি টিকার বিষয়ে সিদ্ধান্তের পর বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দাঁড়াল দুটি। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।

মে মাসের মধ্যেই এই টিকাটি বাংলাদেশে আসবে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, প্রথমে ৪০ লাখ টিকা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিনোফার্মের টিকার অনুমোদন দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

স্পুটনিক-ভি এর অনুমোদ,মে মাসে আসবে ৪০ লাখ টিকা

স্পুটনিক-ভি টিকার বিষয়ে সিদ্ধান্তের পর বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দাঁড়াল দুটি। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।

ভারতের সেরাম ইনস্টিটিউটকে তিন কোটি ডোজের অগ্রিম টাকা দিয়েও সেই টিকা পাচ্ছে না বাংলাদেশ। এতে দেশের চলমান টিকা কার্যক্রম ব্যাহত হয়। বন্ধ করে দেওয়া হয়েছে টিকার প্রথম ডোজ প্রদান। অনিশ্চয়তায় রয়েছে দ্বিতীয় ডোজও।

এমন পরিস্থিতিতে টিকার বিকল্প উৎসের দিকে নজর দেয় বাংলাদেশ। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় রাশিয়ার স্পুটনিক-ভি টিকার জরুরি ব্যবহারে আজ অনুমোদন দেওয়া হলো। সূত্র-দেশরূপান্তর।