News Bangla

স্কুল চলাকালীন ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি ছুড়ল ছাত্রী

স্কুল চলাকালীন ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ গ্রেডের এক মেয়ে শিক্ষার্থী। রয়টার্স জানিয়েছে, এতে মেয়েটির দুই বন্ধুসহ স্কুলের এক কর্মকর্তা আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রিগবি মিডল স্কুলের এক শিক্ষক ছাত্রীটিকে নিরস্ত্র করেন। পুলিশ আশা পর্যন্ত মেয়েটিকে তিনি ধরে থাকেন। ওই শিক্ষক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘স্কুলের ভেতরে-বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে সে। কেন এমন করল, সে বিষয়ে বেশি কিছু জানি না। তদন্ত হবে।’ ছাত্রীর নাম বা বয়স জানানো হয়নি স্কুলের পক্ষ থেকে।

ঘটনাটি ইদাহোর। পশ্চিম আমেরিকার এই প্রদেশের জেফারসন কাউন্টির প্রত্যন্ত শহরতলি রিগবি। সেখানকারই এক মিডল স্কুলের ষষ্ঠ গ্রেডের ছাত্রী সে। রয়টার্স লিখেছে, তড়িঘড়ি করে স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্কুলের মতো জায়গায় এটা সবচেয়ে বাজে দুঃস্বপ্ন। এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা।’

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। আহতদের অবস্থা খুব একটা গুরুতর নয়। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।