সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের প্রতিবাদে কেশবপুরে নাগরিক সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেশবপুর নাগরিক সমাজের আহবায়ক আইনজীবী আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আরশাফ উজ জামান খান, যুবলীগের আহবায়ক কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ওয়ার্কাস পার্টির সভপতি শওকত হোসেন, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল ও দলিত পরিষদের সভাপতি সুজন রায়।