News Bangla

সাম্প্রদায়িকতার এই চরম উল্লম্ফন বন্ধ করতে যথাযোগ্য শাস্তি প্রয়োজন

নাজনীন সীমন।।

ধর্ম নিয়ে অধর্ম আর কতো? ইতিহাসে যাবো না; থলের বিড়াল বেরিয়ে এসে বলে দেবে কার ধমনীতে কতোখানি শুদ্ধ মুসলমানী রক্ত বইছে। সাম্প্রদায়িকতার এই চরম উল্লম্ফন বন্ধ করতে যথাযোগ্য শাস্তি প্রয়োজন। তারও আগে দরকার যে বিষবৃক্ষ রোপিত হয়েছে তা উপড়ে ফেলা—দায়িত্ব সবারই।
আর পৃথিবীর মানুষ ও অন্যান্য ধর্ম হিসাব করলে মুসলমানরাও সংখ্যালঘু। তবে কি তাদের উৎখাত করে দিতে হবে, না ধরে ধরে যীশুভক্ত বানাতে হবে?
তীব্র প্রতিবাদ করছি সাম্প্রদায়িক আচরণের। তবে প্রতিবাদ করতে গিয়ে চঞ্চল চৌধুরীর মাকে ‘মা’ ডাকা বা তাঁকে রত্নগর্ভা বলার মতো আদিখ্যেতা করতে পারছি না, তাঁদের প্রতি শ্রদ্ধার ঘাটতি না রেখেই বলছি। যারা কথায় কথায় মা বাবা পাতায়, মানুষকে নানা তকমা দিয়ে বেড়ায়, তারাও কম বিপদজনক নয় কিন্তু !
লেখক-পরবাসী কবি ও সাহিত্যিক।

One thought on “সাম্প্রদায়িকতার এই চরম উল্লম্ফন বন্ধ করতে যথাযোগ্য শাস্তি প্রয়োজন

Comments are closed.