News Bangla

সাংবাদিক মোতাহার হোসাইনের হাত অপারেশন সম্পন্ন

পরেশ দেবনাথ,  গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি মোতাহার হোসাইনের ভাঙ্গা হাতে শনিবার অপারেশন করা হয়েছে।

গত ২২ মে শনিবার দুপুরে তাঁর ডান হাত ভেঙ্গে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কেশবপুর শহরের হোসেন প্যাথলজিতে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার কামরুজ্জামানের তত্ত্বাবধানে প্রাথমিক অপারেশন সম্পন্ন হলেও ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়ায় সেমত এখন তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আছেন।

অপারেশন করেন অর্থোপেডিক সার্জারীর কনসালটেন্ট ডা: মো: বায়েজিদ মোস্তফা ও খুলনা জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক) ডা: মো: কামরুজ্জামান। তাঁরা জানিয়েছেন, সফল অস্ত্রপাচার হয়েছে।

তারা দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন, গ্রমের কাগজের ডুমুরিয়া প্রতিনিধি সাব্বির খান ডালিম, চুকনগর ভ্রাম্যমান প্রতিনিধি কবি ইব্রাহিম রেজা, মঙ্গলকোট প্রতিনিধি পরেশ দেবনাথ, মণিরামপুর পৌর প্রতিনিধি তাজাম্মুল হোসেন প্রমূখ।