News Bangla

সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে তুরস্কে

তুরস্কে বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। চলবে ১৭ মে পর্যন্ত। দৈনিক সংক্রমণ শনাক্তের তালিকায় বর্তমানে বিশ্বের ষষ্ট দেশ তুরস্ক।

গত সপ্তাহ থেকেই দিনে ৪০ হাজারের বেশি মানুষের শরীরে মিলছে করোনাভাইরাস। গড় মৃত্যু ৩৫০ এর ওপর। সেই কারণে গোটা দেশে লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নতুন লকডাউনে বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান; অনলাইনে চলবে পাঠদান। গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। অন্য শহরে যেতে হলে দেখাতে হবে যৌক্তিক কারণ। জরুরি চিকিৎসা সেবা, খাবার, পানি ও জ্বালানি সরবরাহের পাশাপাশি কয়েকটি ব্যবসাকে দেয়া হয়েছে বিশেষ ছাড়।

মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান জানান, আন্তঃনগর যাতায়াতের জন্য সরকারি অনুমতি লাগবে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম বহাল থাকবে। গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ অনুসরণ করা হবে।

এরদোয়ান বলেন, ‘ইউরোপ যখন ধাপে ধাপে সবকিছু খোলার দিকে আগাচ্ছে তখন আমাদের এখানে সংক্রমণের হার ৫ হাজারের নিচে নামিয়ে আনতে হবে, যদি আমরাও সবকিছু আবার চালু করতে চাই। অন্যথায় পর্যটন থেকে শুরু করে বাণিজ্য ও শিক্ষাসহ সবকিছুতে আমাদেরকে অনেক লোকসান গুণতে হবে।’ সূত্র-আল-জাজিরা।