News Bangla

সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার (ভিডিও)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংকসহ বহু আন্তর্জাতিক সংস্থা। সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার। শনিবার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস- ২০২১’ উদযাপন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জমির আইলগুলো তুলে দেওয়া গেলে ফরিদপুর জেলার সমান চাষযোগ্য জমি পাওয়া যেত। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, জাতির পিতার এই লক্ষ্য নিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বাংলাদেশ ৯৮ সালে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নাই। বিদেশের কাছে পরনির্ভরশীল হবার জন্য বিএনপি এই কথা বলেছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা এবং উন্নয়ন বন্ধ করতেই হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আরও ৪০ বছর আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হতো।

ব্রি ধান উদ্ভাবনকারীদের বিশেষ ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমাদের দেশে রয়েছে। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আমলে মঙ্গা মুক্ত হয়। কোনো চক্রান্ত যেন দুর্ভিক্ষ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। সূত্র-একাত্তর টিভি।