News Bangla

সত্যজিতের সিনেমার মাধ্যমেই আমি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছি: ববিতা

সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন ববিতা। সত্যজিত রায়ের জন্মদিনে ‘অশনিসংকেতে’র এই অনঙ্গ বউ স্মৃতিচারণ করলেন সত্যজিতকে নিয়ে। জানালেন সত্যজিতের জন্মদিনে সত্যজিতের সিনেমাগুলো আবারও দেখছেন তিনি।

ববিতা বলেন, ‘সত্যজিতের সিনেমার মাধ্যমেই আমি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছি। অশনিসংকেতের অনঙ্গ বউ হওয়ার জন্য ডাক পাওয়ার সময়ে আমি দ্বিধান্বিত ছিলাম। হবে কী হবে না। ভারতে গেলাম, ওনারা স্ক্রিন টেস্ট নিলেন। তারপর সত্যজিৎ আমাকে সিনেমায় নিলেন।’

সত্যজিতের সঙ্গে ববিতার কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে ববিতা বলেন, ‘ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা তো এক কথায় দারুণ। আর সিনেমা মুক্তির পর বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। যার ফলে দুনিয়ার সবাই আমাকে চিনতে শুরু করে। বিশ্বের কোনো চলচ্চিত্র উৎসবে গেলে সবাই আমাকে পরিচয় করিয়ে দিত, এই হচ্ছে সত্যজিৎ রায়ের নায়িকা ববিতা। তখনকার সোভিয়েত ইউনিয়নে আমার সিনেমা ডাবিং করে চালানো হতো। ফলে রাশিয়ার ট্যাক্সিচালকরাও আমাকে চিনত। আমি যখন রাশিয়ার কোনো ফেস্টিভ্যালের বিল্ডিং থেকে বের হতাম তখন ছেলেমেয়েরা দাঁড়িয়ে থেকে আমার অটোগ্রাফ নিত। এসবই পেয়েছি সত্যজিতের রায়ের সিনেমায় কাজ করার বদৌলতে।’ সূত্র-দেশরূপান্তর।