News Bangla

শোডাউনে না যাওয়ায় ছাত্রলীগ নেতাকে মারপিট

চেয়ারম্যান পদে হাইব্রিড আওয়ামীলীগ নেতার পক্ষে শোডাউন করতে না যাওয়ায় কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ককে মারপিট করে আহত করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জসীম উদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকে মারপিট করেছে বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেছেন। সোমবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ।

লিখিত বক্তব্যে আরিফুজ্জামান বলেন, কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের হাইব্রিড আওয়ামীলীগ নেতা জসীম উদ্দীন আওয়ামীলীগ মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। আসন্ন ইউপি নির্বাচনে পাঁজিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করতে চান জসিম উদ্দীন । তার পক্ষে শোডাউন করতে অপারগতা প্রকাশ করায় শনিবার রাতে জসীম উদ্দীনের নেতৃত্বে তার বাহিনীর সদস্য ইমরান হোসেন ও বিল্লাল হোসেনকে আমাকে মারপিট করে আহত করে। এলাকাবাসী রাতেই আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে কেশবপুর থানায় রোববার লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জসীম উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতাকের মারপিটের ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই । ইউনিয়ন নির্বাচন উপলক্ষে ঘোলা পানিতে মাছ শিকার করতেই এ ঘটনাটিতে আমাকে জড়িয়ে মনগড়া বক্তব্য অপপ্রচার করা হচ্ছে। যার কোন ভিত্তি নেই ।