News Bangla

শিশুদের টিকাদান কর্মসূচি উদ্ভোধন

দেশজুড়ে পরীক্ষামূলকভাবে শিশুদের ফাইজার টিকাদান কর্মসূচি উদ্ভোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

জানা গেছে, জেলা শহ‌রের সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌, সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

এখন পর্যন্ত চুড়ান্ত হয়েছে দেশে প্রায় এক কোটি ১২ থেকে ১৭ বছরের শিশুদের ফাইজার টিকা দেয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, বৃহস্পতিবার থেকে ঢাকার কিছু কেন্দ্রে স্বল্প পরিসরে ও ঢাকার বাইরে মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে।