News Bangla

শাহরুখের জন্মদিনে সবচেয়ে বড় উপহার দিয়েছেন বন্ধু সালমান খান

আরিয়ানের জামিনের পর থেকেই শাহরুখ খানের বাংলো মান্নতে লেগে আছে উৎসবের আমেজ। জামিনের খবর পাওয়া মাত্রই গৌরী পুরো বাংলো জুড়ে করেছেন আলোকসজ্জা।

আগামী ২ নভেম্বর শাহরুখের ৫৬ তম জন্মদিন। তবে এ বছর কোনো জন্মদিনের বাড়তি আয়োজন করেননি তিনি। এই বছর তিনি বাড়ির সদস্যদের সঙ্গেই জন্মদিন পালন করবেন। তবে, প্রতিবারের মতো অবশ্য এ বছরও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাকে কিং খান বানিয়েছেন দর্শকরাই তাই জন্মদিনে তাদের আশীর্বাদই তার সবচেয়ে বড় উপহার।

তবে শাহরুখ তার জন্মদিন সেলিব্রেট করতে না চাইলেও কাছের মানুষেরা একদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন সেলিব্রেশন। মান্নতে আসতে শুরু করেছে একের পর এক গিফট।

তবে তাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন বন্ধু সালমান খান। শাহরুখের দুঃসময়ে সালমান খান ও তার পরিবারকেই সবচেয়ে বেশি মান্নতে আসতে দেখা গেছে। একসময় এই দুই তারকার ঝগড়া শিরোনামে থাকলেও আজ তাদের বন্ধুত্বের গল্পই মুগ্ধ করছে দর্শকদের। শাহরুখের জন্মদিনের একদিন আগেই মুক্তি পেয়েছে সালমানের নতুন সিনেমার গান ‘ভাই কা বার্থডে’। শাহরুখকে সেই গান উপহার দিয়েছেন সালমান।