শপথ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘সাম্প্রদায়িক অপরাজনীতির’ বিরুদ্ধে জেতা মমতা এমন পরিস্থিতিতে শপথ নিলেন যেখানে জয়ের পরে নানা সহিংসতায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে।
নিহতদের মধ্যে তৃণমূল-বিজেপি দুই দলের নেতাকর্মী-সমর্থক আছেন। কোথাও কোথাও রাজনীতির এই সংঘাতে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক রং।
মমতা রাজ্যজুড়ে ভোটপরবর্তী রাজনৈতিক সংঘর্ষের দায়ও বিজেপির ওপর চাপিয়েছেন। বলেছেন, ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা আগে থেকে করে আসছে বিজেপি। এর দায় মোদি-অমিত শাহর।
বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২৯২টি আসনে ভোট হয়। প্রার্থী মারা যাওয়ায় দুই আসনে ভোট স্থগিত ছিল। ২৯২টি আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছে মমতার তৃণমূল যা আগের বিধানসভা নির্বাচনের চেয়ে ২টি বেশি।
বিজেপি পেয়েছে ৭৭টি আসন যা আগের বিধানসভা নির্বাচনের চেয়ে ৭৪টি বেশি। কংগ্রেস ও বামপন্থী দলগুলো কোনো আসন পায়নি।