News Bangla

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘের উদ্বেগের কথা জানান।

জাতিসংঘ ওয়েবসাইট অনুযায়ী এক প্রশ্নের জবাবে স্টিফেন বলেন, ‘আমরা বাংলাদেশে সাংবাদিক গ্রেফতার নিয়ে প্রেস রিপোর্ট দেখেছি। এটি অবশ্যই আমরা দেখবো। এটি একটি উদ্বেগজনক বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। কোনও ধরনের হয়রানি বা শারীরিক নির্যাতন ছাড়া পৃথিবীর সব দেশে সাংবাদিকদের তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালনের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই এরমধ্যে বাংলাদেশ ও অন্যান্য দেশগুলো রয়েছে।’

এই অতিমারির সময়ে সাংবাদিকরা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে বলে আমরা দেখেছি। এই কার্যক্রম অব্যহত রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সেটি সাংবাদিকরা যেখানেই কাজ করুক, যোগ করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। সূত্র-বাংলা ট্রিবিউন।