পরেশ দেবনাথ।। কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নেপাকাটি গ্রামে সিদ্দিকের বাড়ি থেকে জবেদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুম আসলেই পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন এক গ্রামের মানুষ।
অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এর নির্দেশনা ও হস্তক্ষেপে কর্মসূচির লোক দিয়ে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় শান্তি ও স্বস্তি ফিরে পেলেন গ্রামবাসি।
শনিবার সকালে ৭ নং পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি কর্মসূচির আওতায় কর্মরতদের ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করে কর্মসূচির আওতায় কর্মরতদের আরও সুন্দর ও ভালো করে করার জন্য নির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য এই কর্মসূচির কাজের প্রকল্প সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুচিত্রা রানী, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাষ্টার আয়ূব আলী। রাস্তাটি মেরামত করে দেওয়ায় গ্রামবাসির পক্ষ থেকে কতৃপক্ষের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।