News Bangla

রণবীর আলিয়ার বিয়ে

ক্যাটরিনা কাইফ এবং ভিকির বিয়ের খবরের পর এলো রণবীর আলিয়ার বিয়ের খবর। শোনা যাচ্ছে তারাও এ বছরের ডিসেম্বরে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

তাদের বিয়ে নিয়ে গত আগস্টে বলিউডের আরেক অভিনেত্রী লারা দত্ত বলেছিলেন, ‘আমার ধারণা, এই বছরের শেষেই বিয়ে করবেন আলিয়া-রণবীর।’

তবে, মেয়ের বিয়ের তারিখ জানেন না উল্লেখ করে আলিয়ার মা সোনি রাজদান বলেন, আমিও জানি না, কবে ওদের বিয়ে। খবর নিতে হবে। আসলে অনেক সময় পড়ে আছে তো! ভবিষ্যতে কখনো না কখনো নিশ্চয়ই বিয়ে করবে ওরা।’

গত বছর রণবীর বিয়ে নিয়ে বলেছিলেন, ‘অতিমারি না এলে এত দিনে আমরা বিয়ে করে নিতাম।’