জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
রওশন এরশাদের সহকারী ব্যক্তিগত সচিব মামুন হাসান শুক্রবার এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়।
তিনি বলেন, বিরোধী দলের নেতা শরীরে পানিশূন্যতায় ভোগায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, রওশন এরশাদ (৭৭) বর্তমানে সুস্থবোধ করছেন।