News Bangla

যশোরে নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত

শুক্রবার যশোরে নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ছয় হাজার তিনশ’ ৪১ জন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শুক্রবার যবিপ্রবি (জিনোম) সেন্টারে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন পজিটিভ এসছে।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম জেন্টারে এদিন ১শ’৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা পজিটিভ এবং ১শ’২৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

এর মধ্যে যশোরের ১শ’৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন, মাগুরার ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন ও নড়াইলের ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনা পজিটিভ পাওয়া গেছে।