News Bangla

মৎস্য ঘের নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত -২

কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার ফতেপুর বিলে নিজেদের চার বিঘা জমিতে মাছের ঘের করার জন্য ভেড়িবাধ নির্মাণ করছিলেন ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমান শেখের পুত্র আব্দুস সেলিম শেখ গং। এ সময় তাদের সীমানার অপর ঘেরমালিক একই গ্রামের আবুল শেখ এর পুত্র আসাদ শেখ, মইদুল শেখ, জাহিদুল শেখ, শহিদুল শেখ সহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সেলিম শেখের ওপর অতর্কিত হামলা চালায়।

তারা আব্দুস সেলিম শেখের মাথায় দা দিয়ে কোপ মেরে মারাত্মক আহত করে। এ সময় তার বড় ভাই নাসির উদ্দিন শেখ তাকে বাঁচাতে আসলে প্রতিপক্ষরা তারও মাথায় দা দিয়ে কোপ মেরে ফেলে রেখে যায়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং মারাত্মক আহত অবস্থায় আব্দুস সেলিম শেখ (৪১) ও নাসির উদ্দিন শেখ (৬১) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। থানার এস আই লিখন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।