News Bangla

মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌর শহরে বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতাল সড়কের ইসলাম মেডিকেলে রেজাউল ইসলামকে ৫০০ টাকা, রাজু আহমেদকে ২০০ টাকা, সোহান ফার্মেসীর শামীম হোসেনকে ২০০ টাকা ও খান মেডিকেলের মোমিন হোসেনকে ২০০ টাকা জরিমান করেন।

সর্বমোট ৪ টি মামলার বিপরীতে এক হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালাত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।