আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারী শওকত আলীকে ২০০ টাকা, আসলামকে ২০০ টাকা ও যশোর লিবাটি গ্যালারীর পরিবেশক মেসার্স সু গার্ডেনের মালিক নাজমুছ শাহাদাৎকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।