News Bangla

মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেফাজতে তাকে এই স্থানান্তর করা হয়।

জানা যায়, খুলনার সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য মামুনুলকে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দীন জানান, একটি মামলায় হাজিরার জন্য তাকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়েছে। হাজিরা শেষে তাকে আবার কবে এখানে আনা হবে বা আদৌ আনা হবে কি না সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কারণ দেশের একাধিক জেলায় তার নামে বিভিন্ন মামলা রয়েছে।

গত ১১ মে রাতে মামুনুলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

নারী ও শিশু নির্যাতন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, পুলিশের কাজে বাধাদান, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন মামুনুল হক। সূত্র-একাত্তর টিভি।