News Bangla

মামুনুল হককে আদালতে হাজির

বায়তুল মোকাররমে গত ২৬ মার্চ ডিআইজি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার অনুরোধে গিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে মামুনুল এ কথা বলেন। মামুনুল হক জানান, সেদিন তিনি বাংলাবাজারের একটি মসজিদে ছিলেন। বায়তুল মোকাররমে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষ চলায় সেই পুলিশ কর্মকর্তা তাকে সেখানে যেতে অনুরোধ করেন। ফোনে তাকে সেখানে গিয়ে হেফাজত কর্মীদের শান্ত করতে একটি বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। পরে মামুনুল বায়তুল মোকাররম যান বলে আদালতে জানান।

আদালতে মামুনুলের বক্তব্যের বরাত দিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ গণমাধ্যমকে এ সব  জানান। আইনজীবী বলেন, পরে মামুনুল বায়তুল মোকাররমে গিয়ে হেফাজত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে তাদের শান্ত করেন।

সোমবার আদালত মামুনুলের কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তবে এখন আমাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

গত ২৬ মার্চ ও ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানার আলাদা দুটি নাশকতার মামলায় সোমবার মামুনুলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এই দুই মামলায় মামুনুলের ২০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামুনুল হককে গত ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানার, মারধর ও চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ মামলায় তাকে সাত দিনের রিমান্ড নেয় পুলিশ।