কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
উইনরক ইন্টারন্যাশনালেযোগীতায় ও রাইটস যশোর এবং ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে কেশবপুর থানায় এ সংলাপের আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম। কার্যক্রমের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাইটস যশোরের সমন্বয়কারী বাদশা মিয়া। অংশ গ্রহণকারিদের মধ্যে আলোচনায় অংশ নেন উপপরিদর্শক আজিজুর রহমান, সহকারী উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান প্রমুখ।
সংস্থাটি সাতক্ষীরা, খুলনা, যশোর, চট্রগ্রাম, কক্সবাজার জেলায় মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের কর্মসংস্থানের কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।