News Bangla

মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কেশবপুরে মানববন্ধন

আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর :
খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার আয়োজন ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কেশবপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক কুন্তল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, আইন বিষয়ক সম্পাদক সম্ভুনাথ বসু, প্রভাষক তাপস মজুমদার, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ। মানববন্ধনে বক্তারা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।