News Bangla

মধুমিতা এবার জেনে বুঝে ভুল করলেন

মধুমিতা সরকার। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক নাটক দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর সিনেমায় এসে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। ‘লাভ আজ কাল পরশু’ সিনেমায় নিজেকে মেলে ধরলেন খোলামেলা রূপে। আবার মিষ্টি তরুণীর রূপে দেখা দিয়েছেন ‘চিনি’তে।

মধুমিতার অভিনয় জীবন মসৃণ এবং সফল। তবে ব্যক্তি জীবনে পেরিয়েছেন অনেক জটিলতা। প্রেম, বিয়ে অতঃপর বিচ্ছেদ, এসব মোকাবিলা করে নিজেকে পুনরায় গুছিয়ে নিয়েছেন। যদিও বিয়েটাকেই জীবনের সবচেয়ে বড় ভুল মনে করেন তিনি।

তবে এবার জেনে-বুঝেই একটি ভুল করলেন মধুমিতা। সেটা আবার নিজেই স্বীকার করে নিয়েছেন। কী সেই ভুল?

শনিবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন তিনি। তবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বের করে সেটা দিয়ে ভিডিও করছিলেন অভিনেত্রী।