News Bangla

মঙ্গলকোট ইউনিয়নে ৫ম দিনে লকডাউন কার্যকর

পরেশ দেবনাথ, কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে লকডাউনের ৫ম দিন কার্যকর করা হয়েছে। লকডাউন ঘোষনার পঞ্চম দিনে মঙ্গলকোট ইউনিয়নে মনিটরিল করেন ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। তিনি বলেন, কেশবপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গতকাল আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ২৩ জন।

আজ রোববার একজন কিন্তু পরীক্ষার সংখ্যা ছিল কম। সকলে সচেতন থাকেন।সরকারি নির্দেশ সকলকে অবশ্যই মানতে হবে।। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় কেশবপুর উপজেলাব্যাপী বুধবার (২৩ জুন) থেকে এক সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন।

রোববার মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলকোট বাজার, মাগুরখালী বাজার, বংশীর বটতলা, বাদুড়িয়ার মোড়সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের লকডাউন মনিটরিং করেন। দুপরে মণিটরিংকালে ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ ছিল। বাজারে জনসমাগম ছিল কম। ভ্যান ও মোটর চালিত কয়েকটি ভ্যান ছাড়া আর কোন যানবাহন দেখা মেলেনি।

মানুষকে করোনাভাইরাস মহামারী সম্পর্কে সচেতনতার জন্য চৌকিদার, ইউপি সদস্য, মাইকিং দ্বারা প্রচার মাধ্যম অব্যাহত রেখেছেন। ইউপি সচিব মোকলেছুর রহমান ও মঙ্গলকোট ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা জানান, ঘোষিত লকডাউন কার্যকর করার জন্য চেয়ারম্যান মনোয়ার হোসেন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মণিটরিং করার সময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, মঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ হালদার, ইউপি সদস্য নাদিরা বেগম, জহির রায়হান, আব্দুল জলিল সরদার, লুৎফর রহমান, সাহেব আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ, গ্রাম পুলিশগণ।