পরেশ দেবনাথ, মঙ্গলকোট।। কেশবপুর কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার টি,সি,বি অনুমোদিত ভোজ্য পন্য ন্যায্যমূলে বিক্রয় করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে দুপুর থেকেই রৌদ্রে লাইনে দাঁড়িয়ে ভোগ্যপণ্য কেনেন ক্রেতারা। সুষ্ঠুভাবে বিতরণ এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মালামাল ক্রয়ের শুভ উদ্বোধন এবং যাদের মুখে মাক্স নেই তাদের মুখে মাক্স পরতে বলা, সার্বিক বিষয়ে উপস্থিত জনসাধারনের সঙ্গে মতবিনিময় করেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
টি,সি,বি অনুমোদিত ভোগ্য পন্যের মধ্যে ৬’শ ৭৫ টাকা মূল্যের এই প্যাকেজে ছিল, পুষ্টি সোয়াবিন তেল ৪ লিটার, চিনি ২কেজি, মশুরির ডাল ১ কেজি ও ছোলা ২ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোকলেছুর রহমান, যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, ইউপি সদস্য লুৎফর রহমান,,জহির রায়হান, মহিলা সদস্যা নাদিরা বেগম, আশরাফ আলী সহ পরিষদের অন্যান্য সদস্যবর্গ ও কর্মচারীবৃন্দ।