News Bangla

মঙ্গলকোট ইউনিয়নে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ

পরেশ দেবনাথ, কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর-২০২১ উপলক্ষ্যে ১ হাজার ৫’শ ২৪টি, অসহায় ও হতদরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ নগদ অর্থ প্রত্যেক পরিবারকে ৪’শ ৫০ টাকা করে বিতরন করা হয়।

সোমবার সকাল হতে বিকেল পর্যন্ত মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন ইউপি হলরুমে প্রধান অতিথি হিসাবে ওই পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ।

বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার তরিকুল ইসলাম , ইউপি সচিব মোখলেছুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা, ইউপি সংরক্ষিত সদস্য নাদিরা বেগম, নাসরিন পরভীন, নারগিস বেগম, জহির রায়হান, লুৎফর রহমান, আচরাফ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।