পরেশ দেবনাথ, মঙ্গলকোট। কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে বুড়ীভদ্রা নদী সংলগ্ন ছোটপাথরা গ্রামের সোহরাব হোসেন শেখের মাছের ঘেরে ঈদের দিন ভোরের দিকে কে বা কারা বিষ প্রয়োগ করায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘের মালিক পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী সোহরাব হোসেন শেখ জানান, তার সাড়ে ৫ বিঘা মাছের ঘেরে সম্ভবত ঈদের দিন ভোরে কে বা কারা বিষ প্রয়োগ করে।
ঘেরে রুই, কাতলা, মৃগেল, জাপানী পুটিসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছিল, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পলিথিনে মোড়ান সেতারা ৪০০ মিলি এজটি খালি বোতল ঘেরে ফেলানো পাওয়া যায়।
ঈদের দিন মাছ মারা যাওয়ায় তিনি ঈদের নামাজও পড়তে পারেননি বলে জানান। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম জানান, সোহরাব হোসেনের ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করায় আনুমানিক লক্ষাধিক টাকার মাছ মরে ভেষে যাওয়ায় দারুভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।