News Bangla

মঙ্গলকোটে একজন করোনায় আক্রান্ত

পরেশ দেবনাথ, কেশবপুরের মঙ্গলকোটে একজন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার সকাল ৯ টায় তার বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট গ্রামের ডা: কাদেরুজ্জামানের পুত্রবধু সুমাইয়া খাতুনের শুক্রবার করোনা পজেটিভ ধরা পড়ে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন রোববার সকাল ৯ টায় সরেজমিন এসে লকডাউন ঘোষনা করেন।

ডাক্তার আলমগীর হোসেন জানান, রোববার সকাল ৯ টায় করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী নিজে যেয়ে লকডাউন ঘোষনা করেন এবং তিনি বাড়ীতে চিকিৎসা গ্রহন করবেন। লকডাউনের সময় সাথে ছিলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হেল্থ ইন্সপেক্টর আমিনূল ইসলাম, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের করোনা আপডেট অনুযায়ী গত ১৫ দিনে পজিটিভ রোগীর সংখ্যা ১৯ জন। গত (১২/০৬/২০২১) তারিখ পর্যন্ত কোডিভ-১৯ প্রমানিত রোগী = ২৬৮ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন= ১৭ জন, হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন = ১ জন, আজ পর্যন্ত মৃত্যু= ৩ জন ।