নির্মাণাধীন স্থানে কাজ করার সময় সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। মাটি কাটার ভেকু মেশিনের অংশ বিশেষ খুলে ওই শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিঙ্গাপুরের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি সহকারী হিসেবে কাজ করছিলেন। এ সময় কংক্রিকেটের বস্তু ভাঙতে থাকলে ভেকু মেশিনের একটি অংশ ছিটকে পড়ে।
সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, উবি রোড ৩ এবং উবি অ্যাভিনিউর ১ এবং ২ এলাকায় কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাংলাদেশিকে চাঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাংলাদেশি রাইট কনস্ট্রাকশনের কর্মী ছিলেন। কোম্পানিটি ভবন নির্মাণ করে থাকে।
সিঙ্গাপুর সরকার থেকে তদন্তের ঘোষণা দিয়ে জানানো হয়েছে, ভেকু মেশিনের কাজ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে অভিযুক্ত কোম্পানিকে।
সিঙ্গাপুরে এর আগে তোফাজ্জল হোসেন নামের ৩৩ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী মারা যান। ওই ঘটনার কদিন যেতে না যেতে আরেকজন মারা গেলেন।