News Bangla

ভারতে কিশোরকে ধর্ষণের অভিযোগে তরুণী গ্রেফতার

  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এক অপ্রাপ্তবয়স্ক কিশোরকে বিয়ে করে ধর্ষণের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে ভারতের তামিলনাড়ুরপুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটা জানা গেছে।

অভিযুক্ত তরুণী তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে বিয়েও সেরে ফেলেন।

জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) তারা কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা রুজু করে পুলিশ।

তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই কিশোরকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।