চাষীরা ধানের আটি মাথায় নিয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে যেতে লাগলেন। এবার যশোরের দু:খ ভবদহ এলাকায় সেচযন্ত্র দিয়ে বিলের পানি সরিয়ে বোরা ধানের আবাদ করেছে চাষীরা। সেচের ব্যাপারে সহযোগিতায় করেছে সরকারের প্রতিষ্ঠান বিএডিসি। চাষীরা নেহালপুরের আড়পাতা বিল থেকে ধান তুলছিলেন।

নেমেছিলাম এক ধান ক্ষেতে। পরে ধানক্ষেতের আইলের মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফিরে আসতে লাগলাম। পেছনে পড়ে রইল ধানক্ষেত। যে ক্ষেতে মিশে আছে কৃষকের শ্রম, সাধনা আর ভালবাসার সোনালি ফসল। যে ফসলে পূর্ণ হবে খেটে খাওয়া ওই মানুষগুলোর দু-বেলা দু-মুটো খাবারের নিশ্চয়তা আর সুন্দর আগামী দিন।
সেখানে কথা হয় বিল কপালিয়ায় ধান চাষ করা কৃষক মো: আফজাল হোসেনের সাথে। তিনি জানান, আমাদের এলাকায় সারাবছরই পানিতে ডোবা থাকত। কেউ ফসল আবাদ করতে পারতনা। বিএডিসির সহযোগিতায় এবার আমরা বোরো ধান উৎপাদন করতে পেরেছি। এতে আমাদের পরিবারে স্বচ্ছলতা এসেছে। আসলে গ্রামে না গেলে বোঝা যায় না কৃষকের মনের কথা।