News Bangla

বুর্জ খালিফার ভেতর ও চূড়ায় সালমান ও শাহরুখ লড়াই করবেন

‘পাঠান’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতিমধ্যে সর্বকালের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমায় পরিণত হয়েছে। এ ছবি দিয়ে তিন বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরবেন শাহরুখ খান, সঙ্গে থাকছে সালমান খানের দীর্ঘ ক্যামিও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রথমবারের মতো বিশ্বের উঁচু ভবন বুর্জ খলিফায় শুটিং হতে যাচ্ছে বলিউড সিনেমার। সেটি হলো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’।

আরও বলা হচ্ছে, অ্যাকশনে ভরপুর এর চেয়ে বড় ক্লাইম্যাক্স সিন বলিউডে আগে ভাবা হয়নি। বুর্জ খালিফার ভেতর ও চূড়ায় পুরো দৃশ্যের শুটিং হবে। যেখানে সালমান ও শাহরুখ রাশিয়ান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করবেন।

ছবিতে ‘টাইগার’ চরিত্রে অভিনয় করছেন ভাইজান। যে কিনা রাশিয়ান বন্দুকধারী মাফিয়াদের থেকে বন্ধু শাহরুখকে উদ্ধার করতে আসে।

প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক সিদ্ধার্থ ছবিতে সালমানের জন্য একটি বিশেষ এন্ট্রি সিন পরিকল্পনা করেছেন। হেলিকপ্টার আকাশে উড়ছে এবং তাতে ঝুলে রয়েছেন টাইগার, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘টাইগার’ সিরিজের থিম সং। তারপর দীর্ঘ ২০ মিনিটের অ্যাকশন সিকোয়েন্স।

শাহরুখ-সালমান ছাড়াও এ দৃশ্যে থাকছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহামে। ‘পাঠান’ টিম ইতিমধ্যে ৭০ শতাংশ শুটিং শেষ করে ফেলেছে। বাকি ৩০ ভাগ দৃশ্যায়ন লকডাউনের পর রাশিয়ায় হবে।