যশোরে কিছু বুনো সম্প্রদায়ের মানুষ বাস করেন। আঠারো শতকে নীল চাষ শুরু হলে ইংরেজরা যশোরে বুনোদের বাকুড়া, মানভুম, ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা থেকে নীলকুঠিতে কাজ করার জন্য নিয়ে আসেন।
এরা কঠোর পরিশ্রমি এবং অনুগত। পরে তারা এখানে থেকে যায়। যশোর শহর ছাড়াও চৌগাছাসহ অনেক স্থানে তারা বসবাস করেন। এরা শান্তি প্রিয় জাতি। কেউ ভিক্ষা করেন না। কেউ রাস্তায় কারও কাছে হাত পাতে না, নারী নির্যাতন তাদের মধ্যে নেই। ধর্ষণসহ অন্যান্য কোন অপরাধ তারা করেন না।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের সহযোগিতায়, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান আজ তাদের মধ্যে করোনাকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আমি সেখানে গিয়েছিলাম। শহরের বেজপাড়া, ষষ্টীতলা পাড়া, সদরের হামিদপুর, শহরের হাটখোলা রোড বঞ্চিতা, চাঁচড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাদের খাদ্য সহায়তা করেছেন।