News Bangla

বিয়ের অতিথি তালিকায় প্রথমেই থাকছে প্রাক্তন প্রেমিক সালমান খানের নাম

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল! যদিও মিডিয়ায় এই নিয়ে এখনও কথা বলেননি এই তারকা জুটি। তবে, এরই মধ্যে সামনে এল বিয়ের অতিথি তালিকা। বিয়েতে বলিউড থেকে খুব কম সহকর্মীকেই আমন্ত্রণ জানানো হবে। তবে, ক্যাটরিনার ঘনিষ্ঠ হিসেবে কিছু নাম উঠে এসেছে খবরে।

ইকোনোমিক টাইমস এর এক প্রতিবেদন অনুসারে রাজস্থানে উপস্থিত থাকছেন বলিউডে ক্যাটরিনার ঘনিষ্ঠজনরা। সেই তালিকায় প্রথমেই থাকছে প্রাক্তন প্রেমিক সালমান খানের নাম। সালমানের হাত ধরেই বলিউডে পা রাখেন ক্যাটরিনা। ব্রেকআপ হলেও সালমানের সঙ্গে বন্ডিং এখনও বেশ মজবুত। থাকবেন করণ জোহর, আলিয়া ভাট, কোরিওগ্রাফার বস্কো মার্টিস।

তবে, সেই সময়েই সালমান খানের দাবাং ট্যুরের কথা আছে রিয়াদে। তাই মনে করা হচ্ছে সালমানের পক্ষে রাজস্থানে গিয়ে এই বিয়েতে থাকা সম্ভব হবে না হয়তো! আলিয়াও ব্যস্ত নিজের বিয়ের প্রস্তুতিতে। তবে, মনে করা হচ্ছে ক্যাটের কাছের বন্ধু বস্কো ও পরিচালক করণ জোহর যেতে পারেন রাজস্থানে।

কিছুদিন আগেই ‘ভারত’ সিনেমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল বিয়ে করছেন ক্যাটরিনা আর সালমান। আর যা নিয়ে তুমুল হইচই তোলেন সালমানের অনুরাগীরা। অনেকেরই মত, ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মানায় সালমানের সাথেই!