News Bangla

বিষ টোপ দিয়ে ৫৭টি হাঁস মারা হলো

শুক্রবার দুপুরে কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ায় কাউকে না জানিয়ে গোপনে বিষ টোপ দেওয়ায় ৫৭টি হাঁস মারা গেছে।

ক্ষতিগ্রস্ত মজিদপুর গ্রামের রুমিচা খাতুন বলেন, বুড়িভদ্রা নদীর তীরে বসতি গড়ার কারণে এলাকার অধিকাংশ পরিবারের গৃহবধূরা ডিমের জন্য প্রচুর হাঁস লালন পালন করেন। তাদের পালিত হাঁস সারাদিন বুড়িভদ্রা নদীর পানিতে চরে বেড়ায়। সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে হাঁসের দল ফিরে এসে রাতে যে ডিম দেয় তা দিয়ে পরিবারের চাহিদা মিটায়েও অতিরিক্ত ডিম বিক্রি করে সংসারের অন্যান্য ব্যয় মিটিয়ে থাকেন তারা। প্রতিদিনের মত শুক্রবার সকালে বাড়ি থেকে হাঁসের দল নদীতে চলে যায়। দুপুরের দিকে তিনি (রুমিচা খাতুন) নদীর পাড়ে গিয়ে নদীর পানিতে মরা হাঁস ভাসতে দেখে সকলকে খবর দেন। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মিশ্রিত চাউল পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন।

ওই গ্রামের শিক্ষক আশরাফুজ্জামান জানান, নদীর অপর পাশের সাবদিয়া গ্রামের কতিপয় ব্যক্তি নদীর চরে সবজি চাষ করেছেন। হাঁসের দল মাঝে মধ্যে ওইসব ক্ষেতে যেয়ে সবজি নষ্ট করতে পারে। পূর্ব সতর্ক ছাড়াই জনৈক দুষ্কৃত ব্যক্তি পরিকল্পিতভাবে চাউলের সাথে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে দিয়ে রেখেছে। বিষ মিশ্রিত ওই খাবার খেয়ে ১৪ পরিবারের ৫৭টি হাঁস মারা গেছে বলে তার অভিযোগ। ইতিপূর্বে নদীর চরের কৃষকরা ফসলের ক্ষেতে বিষ দেওয়ার সময় হলে বাড়ি বাড়ি এসে হাঁস মালিকদের বলে সতর্ক করে দিয়ে গেছেন। ক্ষতিগ্রস্তরা এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।