News Bangla

বিশ্বের সবচেয়ে ছোট গরু রানী মারা গেছে

বিশ্বের সবচেয়ে ছোট গরু তকমা পাওয়া রানী মারা গেছে। এটি সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন ছিলো।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য অভিযোগ রয়েছে সাভারের চারিগ্রামে শিকড় এগ্রো ফার্ম কর্তৃপক্ষ বিষয়টি আড়াল করার চেষ্টা করছিলো।

আব্দুল মোতালিব গণমাধ্যমকে জানান, রানী সকালে পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। পরে বেলা পৌনে ১১টায় এটিকে হাসপাতালে নিয়ে আসে ফার্ম কর্তৃপক্ষ। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১২টার দিকে মারা যায় গরুটি।

প্রসঙ্গত, দেশ-বিদেশে আলোচিত ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর অপেক্ষায় থাকা রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ছিলো ২৬ কেজি।

প্রাণী চিকিৎসক সাজেদুল ইসলাম জানান, গরুটির ব্লট/টিম্পানি রোগ বা পেটে গ্যাস জমেছিল। মুমূর্ষু অবস্থায় এটিকে হাসপাতালে আনা হলেও চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে ফার্ম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র-একাত্তর টিভি।