News Bangla

বিশাল এই ‘পুকুরে’ আমি একটা ছোট মাছ মাত্র!’’ প্রিয়াঙ্কা (ভিডিও)

বৃহ্স্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতেই মুক্তি পাচ্ছে অনেক অপেক্ষার ছবি ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর ট্রেইলার। এর মাঝে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার ভিডিও পোস্ট করে ভক্ত-হৃদয়ে ঢিল ছুড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।

সঙ্গে বিনয়ের সঙ্গে বলে দিলেন, এই সিনেমায় তার উপস্থিতি খুব বেশি আশা করা ঠিক হবে না। ‘‘বিশাল এই ‘পুকুরে’ আমি একটা ছোট মাছ মাত্র!’’—যোগ করলেন প্রিয়াঙ্কা।

সরাসরি নিজের পোস্টে এমনটা বলেননি প্রিয়াঙ্কা। তার পোস্ট শেয়ার করেছিলেন ভারতের জনপ্রিয় টিভি উপস্থাপক মিনি মাথুর। সেটাই রি-শেয়ার করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘এ সিনেমায় আমার আহামরি ‍উপস্থিতি থাকছে না। তবে এমন একটি সিনেমার অংশ হতে পেরে উদ্বেলিত।’

২২ বছরের ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব বের হয় ১৯৯৯ সালে। ২০০৩ সালেই আবার পর পর দুটি পর্ব মুক্তি পায়। এর ১৯ বছর পর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চতুর্থ সিক্যুয়েল। আগের তিনটির মতো এ সিক্যুয়েলও পরিচালনা করেছেন লানা ওয়াচোওস্কি।

থিয়েটারের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও চলবে ‘ম্যাট্রিক্স রিসারেকশন’।