News Bangla

বিভিন্ন নারীর সাথে অনৈতিক সম্পর্ক হেফাজতের জাকারিয়ার

হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী মোদি বিরোধী তান্ডবে তাঁর সম্পৃক্ত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

এসময় তিনি দাবী করেন, হেফাজতের এই নেতার মোবাইল ফোনের বিভিন্ন চ্যাটিং পর্যালোচনা করে পুলিশ তাঁর সংগে বিভিন্ন নারীর অনৈতিক সম্পর্কের প্রমাণ পেয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন নারীর সাথে তাঁর অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা হেফাজতের এই নেতা স্বীকারও করেছেন বলে দাবী করেন পুলিশ সুপার।

এদিকে দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জাকারিয়া নোমান ফয়জীকে হাটহাজারীর তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (৫ মে) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে ফয়জীকে গ্রেফতার করে পুলিশ।