আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর: কেশবপুরে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তিদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
বিধিনিষেধ বাস্তবায়নে শুক্রবার ৬ টি মামলার বিপরীতে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে আলতাপোল অফিসপাড়া এলাকার তানভীর আহমেদকে ১ হাজার টাকা, নারায়নপুর এলাকার ইলিয়াস হোসেনকে ৫ হাজার টাকা, পাঁজিয়া এলাকার তাপস অধিকারীকে ৫ হাজার টাকা, মূলগ্রাম এলাকার আমিনুর রহমানকে ৫ হাজার টাকা, ভোগতী এলাকার সেলিমকে ২০০ টাকা ও সাবদিয়া এলাকার মান্নানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬ টি মামলার বিপরীতে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত টিম, কেশবপুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগিতা করেন।