বিজ্ঞান-প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনা দেখার অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা যাবে না। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রমকে নীতিমালার আলোকে সাজানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের সাথে পিছিয়ে থাকা যাবে না।
তিনি আরও বলেন, শিশুদের যাতায়াতের কথা বিবেচনা করে দেশের সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। শিশুদের আনন্দের সাথে পড়ালেখার দিকে নিয়ে যেতে সরকার প্রাক-প্রাথমিক শিক্ষা শুরু করেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার বিষয়ে সব সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি। সূত্র-একাত্তর টিভি।