শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। দশমীর দিন হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত সনাতন অনুসারীরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। বিকেলে শুরু হবে প্রতিমা বিসর্জন।
বিসর্জনের দিনে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে শুরু হবে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা। সকাল ৯টা ১১ মিনিটের মধ্যে দেবী দুর্গার বিজয়া দশমী বিহিত পূজার মাধ্যমে পালিত হবে দশমী।
সাধারণত দুর্গাপূজা শেষ হয় দশমীর মাধ্যমেই। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেয়া হয়। মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। দেবীর কাছে ভক্তদের একটাই চাওয়া দূর হোক সকল দুঃখ-জরা। এবারেও পূজার আয়োজনে স্বাস্থ্যবিধিকেই গুরুত্ব দিয়ে দেখছে আয়োজক কমিটি।
গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।