News Bangla

বাজার কমিটির পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ

পরেশ দেবনাথ, কেশবপুরের মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির পক্ষ থেকে প্রতিবারের মত এবারও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেশবপুরের মঙ্গলকোট বাসষ্ঠ্যাণ্ড বাজার কমিটির সভাপতি ডা: আব্দুল খালেক মোড়লের সভাপতিত্বে রোববার রাতে বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদারের ব্যবসা-প্রতিষ্ঠানের অফিস কক্ষে ১১ জন রাত্র পাহারা কর্মীদের মধ্যে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার বলেন, বাসষ্ঠ্যাণ্ড বাজারে ১৮০ জন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেন এবং রাত পাহারা দেওয়ার জন্য ১১ জন রাত্র পাহারা কর্মী নিয়জিত আছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর-এর জন্য বাজারের উন্নয়ন তহবিল থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল, লুঙ্গী একটি, শাড়ী একটি, চাল ১০ কেজি, মুসুরের ডাল দুই কেজি, আলু পাঁচ কেজি, চিনি এক কেজি, সেমাই ৫’শ গ্রাম, বাদাম ২’শ ৫০ গ্রাম, কিসমিস ১’শ গ্রাম। ঈদ সামগ্রী পেয়ে রাত্র পাহারা কর্মীরা অত্যন্ত খুশি।

এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির সাবেক সভাপতি ডা: আমিনূল ইসলাম, উপদেষ্টা মহাতাব উদ্দীন সরদার,বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার, কোষাধ্যক্ষ সমিত রায়, সদস্য রেজাউল ইসলাম,ডা: তাপস কুমার সরদার, সাংবাদিক পরেশ দেবনাথ প্রমূখ।