News Bangla

বসুন্তিয়া সার্বজনীন বাসন্তী পূজা শেষ হয়েছে

পরেশ দেবনাথ।। কেশবপুরের উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা রোববার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাতে সমাপ্ত হয়েছে। পূজার পূরোহিত তপন কুমার চক্রবর্তী ও মিহির কুমার চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের কারণে ভক্ত সমাগম কম।

পূজা উদযাপন কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও রোববার থেকে বৃহস্পতিবার পাচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু গত বছর এবং এবার করোনা ভাইরাসের কারণে আড়ম্বরভাবে উদযাপন করা সম্ভব হয়নি। ভক্ত সমাগম না হলে যাকজমকপূর্ণ হয় না।

তিনি জানান, লেখক, গণক ও গবেষক প্রয়াত তারকেশ্বর ভট্টাচার্যের নামানুসারে বাংলা ১৩৫৫ সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। পঞ্জিকায় লেখক, গণক ও গবেষক হিসাবে তারকেশ্বর ভট্টাচার্যের নাম লিপিবদ্ধ ছিল। এখানে এই শ্রী শ্রী বাসন্তী পূজা ৭২ বছরে পদার্পন করলো।

সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজাসহ আরও অনেক পূজা। বহু দূর থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে পূজা দেখতে আসেন। অত্যাধিকহারে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে ভক্তদের সমাগম গতবারের থেকে এবার আরও কম হয়েছে। প্রথম থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মন্দিরটি নতুন করে নির্মান করা হচ্ছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এখনও সম্পন্ন করতে পারিনি।