প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বশস্ত্র বাহিনী বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দেশে প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলায় সহায়তা করছে। তিনি বলেন, পতাকা মর্যাদার প্রতীক। এই মর্যাদা সমুন্নত রাখতে হবে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর এবং সেনা বাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রাম হালিশহরের আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী সড়ক নির্মাণে ভূমিকা রাখছে। শান্তি মিশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন শক্তিশালী। তিনি আরও জানান, সরকার ফোর্সেস গোল ২০৩০ ও প্রতিরক্ষা নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছে। যেটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী।
বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে এগিয়ে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব ব্যাটারী ১ ফিল্ড অর্টিলারী এবং মুক্তিযুদ্ধে আত্মদাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রওশন আরা’র নামে রওশন ব্যটারীর ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর যাত্রা শুরু হয়।
সেই গৌরমময় ইতিহাস স্মরণ করে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্ট গড়ে তোলা হয়। প্রশাসনিক প্রশিক্ষণ, অভিযানিক কর্মকান্ড ও প্রতিযোগীতায় কৃতিত্বে স্বীকৃতি হিসেবে পর্যায়ক্রমে রেজিমেন্টাল ক্লালার, গৌরমময় ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেয়া হয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেনা বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইউনিট দুইটিকে নতুন পতাকা তুলে দেন।
এছাড়াও এই অনুষ্ঠানে সেনা বাহিনীর ৩ টি ফিল্ড, ২ ইঞ্জিনিয়ারিং ও সিগনাল ব্যাটেলিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনসিও একাডেমীকে জাতীয় পতাকা প্রদান করা হয়। সূত্র-একাত্তর।