News Bangla

বজ্রপাতে হনুমানের মৃত্যু

পরেশ দেবনাথ, কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে বিরল প্রজাতির কালোমুখো একটি হনুমানের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, কেশবপুর শহর থেকে খাদ্যের খোঁজে কয়েকটি হনুমান পাঁজিয়া গ্রামে আসে। দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল তখন পাঁজিয়া গ্রামের রোড রেইনট্রি গাছে একটি হনুমান বসে ছিল। ওই সময় গাছটিতে বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটলে মূহুর্তের মধ্যে হনুমানটি নিচে পড়ে যায়।

এলাকার লোকজন এসে দেখেন, কালমুখো একটি পুরুষ হনুমান বিদ্যুতের আগুনে ঝলসে মরে গেছে। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃত হনুমানটি উদ্ধার করেছে।

কেশবপুরে বিদ্যুতের তারের স্পর্শে কিছু হনুমানের মৃত্যু হলেও বজ্রপাতে হনুমানের মৃত্যু এই প্রথম বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বজ্রপাতে মারা যাওয়া হনুমানটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।