আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, কেশবপুরে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বরূপ জান বিবি (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার চিংড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত মুছাব্দি সরদারের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিংড়া গ্রামের মৃত মুছাব্দি সরদারের স্ত্রী স্বরূপ জান বিবি বৃহস্পতিবার সকালে ফ্যান চালাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, স্বরূপ জান বিবি মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।